আকবরঃ এক ব্যাতিক্রমী মুঘল (ইতিহাসগ্রন্থ)

২০০ পৃষ্ঠার বৃহৎ পরিসরের ‘আকবর এক ব্যতিক্রমী মুঘল’ ইতিহাসগ্রন্থটি মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মাদ বাবরের জীবনকে কেন্দ্র করে লেখা হয়েছে। আকবরকে বেশ কিছু ঐতিহাসিক ‘দ্য গ্রেট মুঘল’ উপাধিতে ভূষিত করেন। কারণ তিনি ধর্মের ব্যাপারে যথেষ্ট উদারনীতি অবলম্বন করেছিলেন। সেজন্য তিনি হিন্দু ও ইসলাম ধর্মের সমন্বয়ে এক নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন যার নাম ছিল ‘দীন-ই-ইলাহী’। আবার অনেকে সম্রাট আকবরের বিভিন্ন নীতিকে চরম সমালোচনাও করেছেন। যাইহোক আকবরের জীবনের বিভিন্ন দিক নিয়ে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। নতুন তথ্যে সম্বলিত এই ইতিহাস গ্রন্থটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।

 

Flipkart Link – Buy Now

Lekhalekhi – Buy Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *