জীবনানন্দের বনলতা সেনঃ এক রহস্যময়ী নারীচরিত্রের স্বরূপ বিশ্লেষণ
Posted on by Abdul Alim
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের মধ্যে অন্যতম জনপ্রিয় কবিতা। বাংলা সাহিত্যে যতগুলো রোমান্টিক কবিতা রচনা করা হয়েছে সেইসব কবিতার জনপ্রিয়তাকে অতিক্রম করে গেছে জীবননানন্দ দাশের ‘বনলতা সেন’ নামক এই রোমান্টিক গীতি কবিতা। শুধু তাই নয় রবীন্দ্রোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবিতা হল ‘বনলতা সেন’। এমনকি জীবনানন্দের চেয়েও বেশি জনপ্রিয় হল তাঁর রচিত কবিতা ‘বনলতা সেন’। অনেকের মতে রবীন্দ্রোত্তর যুগে এমন রোমান্সধর্মী কবিতা আর লেখা হয়নি।
‘বনলতা সেন’ নামক এই বিখ্যাত কবিতাটি নিয়ে বেশ কিছু গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন দুই বাংলার বেশ কয়েকজন গবেষক। তবে এই কবিতা নিয়ে সম্পাদিত গ্রন্থ আমার চোখে পড়েনি। আমার মনে হয় আমার এই গ্রন্থটিই প্রথম। আশা করি দুই বাংলার জীবনানন্দ প্রেমীরা আমার এই সংকলন সাদরে গ্রহণ করবেন।