বন্দুকের নল দিয়ে উদ্ভূত কবিতা (কাব্যগ্রন্থ)
Posted on by Abdul Alim
‘বন্দুকের নল দিয়ে উদ্ভুত কবিতা’—সহিংস সময়ের বুক ফাটিয়ে জন্ম নেওয়া শব্দের এক অগ্নিস্নাত মিছিল। আগুনের দহনে, ধোঁয়ার কুণ্ডলে, ক্ষতের গভীর যন্ত্রণায় প্রতিটি পংক্তি যেন বারুদের গন্ধ মাখা বাতাসে ভেসে ওঠে। মানুষের বাঁচার ইচ্ছা এখানে এক প্রবল স্পন্দন—যা ভাঙা দেয়ালেও আলো খুঁজে ফিরতে জানে। প্রতিটি কবিতা উঠে আসে বিদ্রোহের তপ্ত শিরা থেকে, আবার মানবতার কোমল স্পর্শে নিজেকে পুনর্গঠন করে। শব্দের শরীর কখনও রক্তাক্ত, কখনও দাহের উন্মাদনায় উজ্জ্বল, কখনও শান্ত নদীর মতো মমতায় ভিজে। এই গ্রন্থ সহিংসতার অন্ধকার চিরে ফেলতে চাওয়া এক আলোকরেখা, যা ক্ষতবিক্ষত সময়ের ভেতর থেকেও বলে—মানুষ এখনও হারায়নি।
বইঃ বন্দুকের নল দিয়ে উদ্ভূত কবিতা (কাব্যগ্রন্থ)
লেখকঃ মুহাম্মাদ আব্দুল আলিম
প্রকাশনায়ঃ অভিযান পাবলিশার্স
মূল্যঃ ২০০ টাকা।
