ভারতীয় সিনেমায় সাম্প্রদায়িকতা, রাজনীতি ও ইতিহাস বিকৃতি

ভারতীয় সিনেমা, বিশেষত বলিউড, দীর্ঘদিন ধরে কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজে রাজনৈতিক চেতনা, সংস্কৃতি ও ইতিহাস নির্মাণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। চলচ্চিত্রের দৃশ্যমানতা, আবেগপ্রবণতা ও বিস্তৃত প্রভাব সাধারণ মানুষের চিন্তা-ভাবনায় গভীর ছাপ ফেলতে সক্ষম। এই প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় রাষ্ট্র, শাসকগোষ্ঠী ও নির্দিষ্ট আদর্শভিত্তিক গোষ্ঠীগুলি সিনেমাকে ব্যবহার করেছে রাজনৈতিক মতাদর্শ প্রচার, ধর্মীয় মেরুকরণ এবং ইতিহাসের উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতির জন্য।

সাম্প্রতিক দশকগুলোতে দেখা যাচ্ছে, একদল নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাম্প্রদায়িক বিভাজনকে উৎসাহিত করার মতো বিষয়বস্তুকে চলচ্চিত্রে তুলে ধরছে, যেখানে মুসলমানদের খলচরিত্র হিসেবে উপস্থাপন, মুঘল আমলের ইতিহাসকে বিকৃত করে দেখানো, অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামের ধর্মনিরপেক্ষ চরিত্রকে সংকুচিত করার মতো প্রবণতা দেখা যাচ্ছে। “তানহাজি”, “দ্য কাশ্মীর ফাইলস”, “গদর ২” বা “সম্রাট পৃথ্বীরাজ”-এর মতো চলচ্চিত্রগুলিতে ঐতিহাসিক সত্যের চেয়ে রাজনৈতিক ব্যাখ্যা ও বিকৃতির আধিক্য স্পষ্ট হয়ে ওঠে।

এইসব সিনেমা কেবল ইতিহাসের নিরপেক্ষ পাঠকে বিকৃত করে না, বরং সামাজিক সহাবস্থান ও সংহতির পরিপন্থী বর্ণনাকেও প্রাধান্য দেয়। ফলস্বরূপ, চলচ্চিত্রগুলি হয়ে ওঠে ঘৃণার রাজনীতির অবলম্বন, যেখানে এক সম্প্রদায়কে জাতীয়তার প্রকৃত প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা হয়, আর অন্য সম্প্রদায়কে দেশবিরোধী বা ‘অপর’ হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি, ঐতিহাসিক চরিত্রদের হিন্দুত্ববাদী ব্যাখ্যায় পুনর্নির্মাণ এবং ইতিহাস থেকে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু অবদানের মুছে ফেলার প্রবণতাও বেড়ে চলেছে।

এই প্রেক্ষাপটে জরুরি হয়ে দাঁড়ায় ভারতীয় সিনেমায় সাম্প্রদায়িকতা, রাজনীতি ও ইতিহাস বিকৃতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এই লেখায় আমরা আলোচনা করব কীভাবে চলচ্চিত্রকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে, কীভাবে বিকৃত ইতিহাস সাধারণ দর্শকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, এবং এর ফলে গণচেতনাজগতে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। এই বিশ্লেষণ কেবল চলচ্চিত্রের ভাষা ও ন্যারেটিভ বিশ্লেষণ নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে বিষয়টিকে বোঝার প্রয়াসও বটে।

 

বইঃ ভারতীয় সিনেমায় সাম্প্রদায়িকতা, রাজনীতি ও ইতিহাস বিকৃতি

লেখকঃ মুহাম্মাদ আব্দুল আলিম
প্রকাশনায়ঃ নিউ লেখা প্রকাশনী
মূল্যঃ ৪৫০ টাকা।

নিচের লিঙ্কে ক্লিক করে অনলাইন থেকে বইটি কিনতে পারবেন।

Lekhalekhi – Buy Now

Rokomari – Buy Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *