নজরুলের ছোটগল্প : শিল্পনৈপূণ্য, বৈচিত্র ও বিবর্তন
নজরুলের ছোটগল্প বাংলা কথাসাহিত্যের এক গুরুত্বপূর্ণ অথচ তুলনামূলকভাবে কম আলোচিত অধ্যায়। কবিতা ও গানেই যাঁকে আমরা বেশি চিনে অভ্যস্ত, সেই কাজী নজরুল ইসলাম ছোটগল্পকার হিসেবেও ছিলেন সমানভাবে শক্তিশালী, সংবেদনশীল ও সময়-সচেতন। তাঁর ছোটগল্পে ধরা পড়ে উপনিবেশিক শাসনের নির্মমতা, সামাজিক বৈষম্য, দারিদ্র্য, ধর্মীয় সংকীর্ণতা, মানবিক সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিমানুষের নৈতিক সংগ্রাম।
নজরুলের গল্পভাষা অলঙ্কারপ্রবণ নয়; বরং সংযত, তীক্ষ্ণ ও বাস্তবনিষ্ঠ। তিনি গল্পকে ব্যবহার করেছেন সমাজের অসুখ চিহ্নিত করার অস্ত্র হিসেবে। তাঁর চরিত্ররা কল্পনার রঙিন জগৎ থেকে আসা নয়—তারা শ্রমজীবী মানুষ, নিপীড়িত নারী, বঞ্চিত সংখ্যালঘু, কিংবা আত্মমর্যাদা রক্ষায় দৃঢ় একাকী মানুষ। গল্পের ভেতর দিয়ে নজরুল প্রশ্ন তুলেছেন ক্ষমতা, ধর্ম, নৈতিকতা ও মানবিক দায়িত্ববোধের ওপর—কখনো সরাসরি, কখনো নীরব প্রতীকের মাধ্যমে।
এই গ্রন্থে সংকলিত নজরুলের ছোটগল্পগুলো পাঠককে এক নতুন নজরুলের মুখোমুখি দাঁড় করায়—যিনি শুধু বিদ্রোহী কবি নন, বরং একজন গভীর মানবতাবাদী কথাশিল্পী। নারী-পুরুষের সম্পর্ক, প্রেম ও ত্যাগ, আত্মপরিচয়ের সংকট এবং শোষণের বিরুদ্ধে নীরব প্রতিবাদ—সবকিছুই তাঁর গল্পে এক অন্তর্গত উত্তাপে যুক্ত। আজকের সমাজ বাস্তবতায়ও নজরুলের ছোটগল্প সমানভাবে প্রাসঙ্গিক, কারণ তাঁর গল্পে উঠে আসা অন্যায়, বঞ্চনা ও মুক্তির আকাঙ্ক্ষা এখনো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
বইঃ নজরুলের ছোটগল্প : শিল্পনৈপূণ্য, বৈচিত্র ও বিবর্তন
লেখকঃ মুহাম্মাদ আব্দুল আলিম
প্রকাশনায়ঃ ডি.এম লাইব্রেরী
মূল্যঃ ৪২৫ টাকা।
