শাহজাদা আওরঙ্গজেব (ঐতিহাসিক উপন্যাস)

শাহজাদা আওরঙ্গজেব (ঐতিহাসিক উপন্যাস)

১৬০ পৃষ্ঠার বৃহৎ পরিসরের ‘শাহজাদা আওরঙ্গজেব’ উপন্যাসটির প্রতিটি পৃষ্ঠায় উঠে এসেছে অন্যতম মুঘল শাসক সম্রাট আওরঙ্গজেবের ফেলে আসা অজানা ইতিহাস। ‘শাহজাদা আওরঙ্গজেব’ বাংলাভাষায় প্রথম উপন্যাস যেটি আওরঙ্গজেবকে কেন্দ্র করে লেখা হয়েছে। শুধু তাই নয় এর আগে যতগুলো ঐতিহাসিক উপন্যাসে সম্রাট আওরঙ্গজেবের চরিত্র তুলে ধরা হয়েছে সেগুলিতে মূলত তাঁকে একজন হিন্দু বিদ্বেষী, প্রজাপীড়ক, ধর্মান্ধ গোঁড়া মুসলিম শাসক হিসেবেই চিহ্নিত করা হয়েছে। কিন্তু ‘শাহজাদা আওরঙ্গজেব’ উপন্যাসে লেখক মুহাম্মাদ আব্দুল আলিম সেই প্রচলিত ধারা থেকে ভিন্ন পথে হেঁটে সম্রাট আওরঙ্গজেবকে একজন মহান শাসক হিসেবেই দেখিয়েছেন।

 

Flipkart Link – Buy Now

Lekhalekhi – Buy Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *