নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ শতবর্ষ : একটি কবিতা একটি ইতিহাস
কবিতার ইতিহাসে কাজি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি এক অনন্য সাধারণ নির্মাণ। আজ থেকে ঠিক শতবর্ষ আগে রচিত এ কবিতা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক, শুধু তাই নয় বাংলা ভাষা যতদিন থাকবে এই কবিতা প্রাসঙ্গিক থাকবে।
মাত্র ২২ বছর বয়সে নজরুল রচনা করেন প্রায় ১৫০ পঙক্তির এই ভুবনবিজয়ী কবিতা। এই কবিতা লেখার জন্যই কাজি নজরুল ইসলামের পাশে চিরকালের জন্য যুক্ত হয়ে যায় ‘বিদ্রোহী কবি’ নামটি।
এই ভুবনজয়ী কবিতাটিই এই সম্পাদিত গ্রন্থটির মূল্য আলোচ্য বিষয়। আশা করি নজরুল প্রেমীদের ভালো লাগবে।